বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় ফেনসিডিল জব্দ করেছে ৫৯ বিজিবি। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই অভিযান চালান চৌকা বিওপির জওয়ানরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির হাবিলদার মো. এমদাদুল কবিরের নেতৃত্বে টহল দল চৌকা সীমান্ত এলাকার বিশ্বনাথপুর মাঠ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।