বিডিঢাকা ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর একিউ চৌধুরী নারী কল্যান বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা, শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুসা চৌধরীর সহধর্মিনী, নারী জাতির অগ্রদূত নীলুফা চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চৌধুরীপাড়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকার করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ৮টায় জানাজা নামায শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নারী জাগরণের অগ্রদূত নীলুফার চৌধুরী ১৯৪৭ সালে ২ জুলাই ভারতের মুর্শিদাবাদ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হোসাম উদ্দিন ছিলেন বরিশাল বিএম কলেজের অধ্যাপক। ১৯৬৫ সালে শিবগঞ্জ উপজেলার বাজিতপুর চৌধুরীপাড়া গ্রামে আবু মুসার সাথে তার বিয়ে হয়।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা, বিভিন্ন পত্রিকায় কবিতা ও গল্পের লেখক, আলোকিত চাঁপাইনবাবগঞ্জ গ্রন্থের লেখক, শ্যামপুর নারী কল্যান সমিতির সভানেত্রী, শিবগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভানেত্রী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য, শ্যামপুর নারী কল্যাণ গণকেন্দ্র পাঠাগারের সভানেত্রীসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।