বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর মিলনায়তনে এই ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। আলোচনায় পৌরসভার ১নং থেকে ৯নং ওয়ার্ডের অংশীজনরা অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান ও নগর পরিকল্পনাবিদ শেখ মনিরুজ্জামান আবির।