বিডি ঢাকা ডেস্ক
প্রকৃতির ছোঁয়া পেতে বাড়ির ছাদে বা বারান্দায় প্রিয় গাছটির ভালোবাসা নিতে হতে পারেন শৌখিন বাগানী। শরৎ শেষে শীতের ফুল ফল সবজির গাছ রোপণের উপযুক্ত সময় এখনই। তালিকা করা যাকÑ ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, টমেটো, লেটুস, মুলা, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচামরিচ, পালংশাক, সরিষা শাক, লালশাক ইত্যাদি।
সবজির জন্য ২০-২৪ ইঞ্চি জিও ব্যাগ বা হাফ ড্রাম ব্যবহার করা যাবে। মরিচ, ক্যাপসিকামÑ এ জাতীয় গাছের জন্য ১০-১২ ইঞ্চি টব বা গ্রো ব্যাগ ব্যবহার করতে হবে।
ফুলের তালিকায় আছে- জিনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া, কসমস, সূর্যমুখী, ডায়ান্থাস, ফ্লক্স, স্যালভিয়া, নয়নতারা, গোলাপ ইত্যাদি। ফুলের জন্য ৮-১০ ইঞ্চি টব বা জিও ব্যাগ নেওয়া যাবে। শীত কালে গাছের যতœÑ এর জন্য মাটি প্রস্তুত খুব জরুরী। গোবর সার ৮০% ভাগ, মাটি ২০%, বিভিন্ন সার ৫০% দিয়ে মাটি প্রস্তুত করতে হবে। গাছ কিছুটা বড় হওয়ার পর বিভিন্ন লিকুইড সার ১০/১৫ দিন পর পর দিতে হবে।
লিকুইড সার- সরিষার খৈল, কলার খোসা ভিজানো পানি, চাল-ডাল ধোয়া পানি। এ ছাড়াও বিভিন্ন বায়ো-এনজাইম গাছের জন্য খুবই উপকারী। গাছের গ্রোথ অনেকটা নির্ভর করে পরিপূর্ণ রোদ ও গাছে পানি দেওয়ার ওপর। অর্থাৎ বেশি বা কম পানি কোনোটাই গাছের জন্য ভালো নয়। টবের মাটির ১-২ ইঞ্চি শুকালে পুনরায় পানি দিতে হবে। এ সময়ে প্রচুর ধুলা বালি থাকাতে গাছ ধুয়ে দিতে হবে। ভালো হর্টিকালচার বা বিশ্বস্ত ব্যক্তির থেকে চারা বা বীজ সংগ্রহ করা যেতে পারে। কারণ ছাদবাগানে ভালো ফলনের জন্য ভালো জাতের চারা দরকার।
বীজ থেকে চারা করার পদ্ধতি : পালংশাক, মরিচ, ক্যাপসিকাম, বেগুন, করলা, ধনেপাতাÑ এ জাতীয় বীজ ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদগম হয়। শসা, লাউ, মিষ্টিকুমড়া, শিম ইত্যাদি বীজ ১২ ঘণ্টা ভিজালেই হবে। বীজ হাল্কা একটু শুকিয়ে ফাঙ্গিসাইড দিয়ে টবে ছড়িয়ে দিন। তার ওপর অল্প মাটি দিয়ে একটি পলিথিন শিট দিয়ে ঢেকে দিতে হবে।
রোগ-বালাই : মাছি পোকা নামক এক ধরনের পোকা সবজি ও ফল গাছের চরম শত্রু। সেক্ষেত্রে সেক্স ফেরোমন ও আঠালো টেপ ব্যবহার করা যাবে।
ছত্রাক দমনে বিভিন্ন জৈব কীটনাশক খুব কার্যকরী। বাড়িতে তৈরি কিছু কীটনাশক : ফল বা সবজিতে রোগের আক্রমণ অনুযায়ীÑ সাবানের ১ লিটার পানিতে ২ চা চামচ নিম তেল বা ১ চা চামচ মরিচগুঁড়া মিশিয়ে স্প্রে করা যায়।
মালচিং ও প্রুনিং : খড় বা যে কোনো গাছের পাতা দিয়ে টবের মাটি মালচিং করে দিলে মাটি শুষ্ক হয় না বা আগাছা দমনে সহজ হয়। এ ছাড়াও প্রুনিং গাছ ঝোপালো করে।
হাত পরাগায়ন : অধিক ফসল পেতে হাত পরাগায়ন ছাদে বা বারান্দায় খুব জরুরি। খুব ভোরে বা সন্ধ্যার সময় পরাগায়নের সঠিক সময়।
বিষমুক্ত ফল ফসল পেতে ছাদ বা বারান্দায় বাগান করে ভরিয়ে তুলুন আপন ভুবন।