বিডি ঢাকা ডেস্ক
শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি মাধ্যমিকের সরকারি বইসহ মইদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের হারেজ আলীর ছেলে। বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।
জব্দ করা বইয়ের মধ্যে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার বই ছিল। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত ৯টায় ট্রাকভর্তি সরকারি বই পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বই ভর্তি ট্রাকটি আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, উপজেলার লছমনপুর দড়িপাড়ায় বুধবার রাত ৯টার দিকে বইগুলো জব্দ করা হয়। এ সময় সরকারি বই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মইদুল ইসলামকে আটক করে পুলিশ। ট্রাকভর্তি বইগুলো কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান হোসেন বলেন, বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার হতে পারে।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।