অনলাইন নিউজ : শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এবার শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার পালা। প্রথম ফিরতি হজ ফ্লাইট বৃহস্পতিবার রাত ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সরকারি ব্যবস্থাপনার হাজিরা এই ফ্লাইটে (বিজি-৩৫০২) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফিরবেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরবে পৌঁছান। তিনটি এয়ারলাইনসের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। হজের ফিরতি ফ্লাইট আজ থেকে শুরু হয়ে চলবে ৪ আগস্ট পর্যন্ত।
করোনাভাইরাস পরিস্থিতিতে দুই বছর বিধিনিষেধ থাকার পর এবার স্বাভাবিক পরিবেশে পলিত হয় পবিত্র হজ। শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। সারা বিশ্বের ১০ লাখ মুসল্লির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের ময়দান।
সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।
শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরেন হাজিরা। পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করেন। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ ও মক্কায় বিদায়ি তাওয়াফ করার মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। এর পর শুরু হয় হাজিদের দেশে ফেরার পালা।
এ জাতীয় আরো খবর..