বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার থেকে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
বিকেল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাশেদ আলীসহ অন্যরা।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ বনাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। একই দিনের অপর খেলায় ঝিলিম ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল ১টি করে গোল পেলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ দল জয়লাভ করে।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- মো. মিনাজুল ইসলাম, মো. তৌফিজুর রহমান পুতুল, মো. শামীম খান, মো. আনিসুর রহমান।
সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এই খেলায় অংশগ্রহণ করছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চরঅনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ।