বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র উদ্যোগে এবং শিবগঞ্জে জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন কম্বল বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমদ, সমাজকর্মী নাইমুল হক, শরিফুল ইসলাম শরিফ, মনোয়ার হোসেন মিন্টু, তাসির হোসেন, আশিকুর রহমান, মুন্না, শওকাত হোসেন, ইমতিয়াজ হোসেন, কলেজ শিক্ষক সারোয়ার হোসেন, সাইফুল ইসলাম তনুসহ অন্যরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে গত ৫ দিনে তিনি শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করলেন।
এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন-শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আরমি, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যরা।