বিডি ঢাকা ডেস্ক
বাংলাদেশের সমুদ্র সীমায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা টাস্ক ফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
বাগেরহাট জেলা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
এ সময়ে ইলিশসহ সব প্রজাতির সামুদ্রিক মাছ শিকার, বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়াও বাগেরহাটের শরনখোলা বলেশ্বর ও নিকটবর্তী সমুদ্রে এক সপ্তাহ ৭ দিন সম্পূর্ণ জাটকা নিধন বন্ধ ঘোষণার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ সময়ে জেলেদের খাদ্য নিশ্চিত করা হবে।
গভীর সমুদ্রে এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়াও জেলেদের মধ্যে জনসচেতনতার জন্য শরণখোলা স্পিড বোর্ড যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম, সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস প্রমুখ।