সাপ নিয়ে মানুষের ভীতি, আতঙ্ক, উচ্ছ্বাস ও কৌতূহলের শেষ নেই। তাই তো কত ধরনের নাগ-নাগিনি আমাদের গল্প, সাহিত্য ও সিনেমার অবিচ্ছেদ্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কত শ্রুতিকথা যুগ যুগ ধরে আমাদের মন-মননে গেড়ে বসেছে।
দেশে প্রতিবছর সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন ৭ লাখ মানুষ। আর এতে প্রতিদিন অন্তত ১৬-২০ জন মানুষ মারা যাচ্ছে, বছর শেষে সেই হিসাব ৬-৭ হাজারে গিয়ে ঠেকছে। বর্ষাকালে প্রত্যন্ত অঞ্চলের সাপে কাটা রোগী হাসপাতালে আনার পথে মৃত্যু ঘটে। গ্রামাঞ্চলে অ্যান্টিভেনম না থাকায় অনেক ক্ষেত্রে মানুষজন বাধ্য হয়ে ওঝার শরণাপন্ন হচ্ছে। দেশে মাতৃমৃত্যু অপেক্ষা সাপের কামড়ে মৃত্যুর হার বেশি।
আজ তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। এবাবের প্রতিপাদ্য ‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারি হাসপাতালে, সবখানে।’
আসুন জেনে নেই সর্প দংশন প্রতিরোধে করণীয় কী:
১. সর্প দংশন প্রতিরোধে করণীয় বাড়ির আশপাশের জঙ্গল পরিষ্কার রাখতে হবে।
২. ঘুমানোর সময় অবশ্যই ভালো করে মশারি টাঙাতে হবে।
৩. রাতে বা অন্ধকারে হাঁটার সময় অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে।
৪. সাপে কাটলে রোগী ক্ষতস্থানটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে।
৫. সাপে কাটলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।