বিডি ঢাকা অনলাইন ডেস্ক: স্থানীয় সাংসদ তার প্রতিশ্রতি মোতাবেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত সেই সুকচাঁনের পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেমি পাকা একটি বাড়ি হস্তান্তর করলেন। শুক্রবার(১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে তর্তিপুর আশ্রয়ণ প্রকল্পে সুকচাঁন ও রিমা দম্পতির হাতে বাড়ির চাবি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সম্প্রতি সুকচাঁন ও রিমা দম্পতি ক্যান্সার আক্রান্ত ২ ছেলেকে নিয়ে পৌর এলাকার চকদৌলতপুর মহল্লায় আমবাগানে মানবেতর জীবন যাপন করছিল।ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে তার একটি ছেলে মারা যাবার পর আরও ২ সন্তান আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যায়। খবর পেয়ে গত সোমবার তাদের বাড়িতে পৌঁছে নগদ আর্থিক সহায়তা প্রদান করে চিকিৎসা ও সেমি পাকা বাড়ি দেয়ার প্রতিশ্রুতি দেন সাংসদ। সেই প্রতিশ্রুতি মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি সেমি পাকা বাড়ি হস্তান্তর করা হলো। একই সঙ্গে ছেলের চিকিৎসার ব্যবস্থার করা হয়েছে। এদিকে বিনামূল্যে বাড়ি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুকচাঁন ও রিমা দম্পতি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমাণিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ অন্যরা। সেমি পাকা বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৪ হাজার টাকা।