বিডি ঢাকা ডেস্ক
‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইসিটি অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালাটি খুবই সময়োপযোগী। এ সম্পর্কে আমাদের সকলের ধারণা থাকা দরকার। আশা করি, আপনারা এই কর্মশালার মাধ্যমে সেই ধারণা পাবেন।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সাইবার সিকিউরিটি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জেলা আইসিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. নাজমুল হক। তিনি তার উপস্থাপনায় জানান, কোনো কারণে কেউ যদি সাইবার অপরাধের শিকার হন, তাহলে তার নজরে আসা মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি অবগত করে রাখতে হবে। প্রয়োজনে সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) লিখিতভাবে জানিয়ে রাখা যেতে পারে। এতে করে কেউ মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করলে ভুক্তভোগী কিছুটা সুরক্ষা পেতে পারেন। কেউ যদি সাইবার অপরাধের গুরুতর শিকার হন এবং প্রতিকার পেতে চান, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০২৩) এবং ডিজিটাল নিরাপত্তা আইন-২০০৮ এর আশ্রয় নিতে পারেন। এ আইনের আওতায় থানায় এজাহার দায়ের করতে পারেন। আপনার ওয়েবসাইট কেউ হ্যাক করলে, ফেসবুক বা অন্য যে কোনো মাধ্যম হ্যাক হলে এবং আপনার ব্যক্তিগত তথ্য কেউ চুরি করলে কিংবা অন্য কোনো অপরাধের শিকার হলে দেরি না করে কাছের থানায় জানিয়ে রাখা উচিত।
নাজমুল হক আরো জানান, ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে যে কোনো সমস্যায় আপনি সিসিটিসির ক্রাইম বিভাগের হেল্প ডেস্কের সহায়তা নিতে পারেন।