নিজস্ব প্রতিবেদক : এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডসহ ১০ নির্মাণাধীন ভবনকে দুই লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত।
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে রোববার (২৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসিক উন্নয়নকারী প্রতিষ্ঠান ‘সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড’র একটি নির্মাণাধীন ভবনসহ চারটি ভবনকে এক লাখ ৫০ হাজার টাকা, অঞ্চল-২-এর আনিক সুয়ে মেন জো মুগদার ঝিলপাড় এলাকায় তিনটি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫-এর আনিক পূর্ব জুরাইন এলাকার দুইটি নির্মাণাধীন ভবনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অভিযানে আদালতসমূহ সর্বমোট ১১৪টি বাড়ি পরিদর্শন করেন এবং ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের এবং ২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২-এর আনিক সুয়ে মেন জো বলেন, ‘আজকের অভিযানে তিনটি বাড়িতে ডেঙ্গু মশার লার্ভার আধিক্য পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও দশটি বাড়িতে ডেঙ্গুর প্রজননস্থল উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদেরকে আগামী ১-৩ দিনের মধ্যে পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।’
অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান আগামীকালও চলবে।