বিডি ঢাকা ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য শোধনাগার নির্মাণে দুইবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। ৮ কোটি ৫৬ লাখ টাকার কাজটি ২০২২ সালের ডিসেম্বরে শুরু হলেও অদ্যাবধি কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বরং কাজ ফেলে রেখে ঠিকাদার এখন উধাও।
জানা গেছে, পৌরশহরের বোয়ালিয়া এলাকায় করতোয়া নদীর তীরে বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু গত এক মাস ধরে বন্ধ রয়েছে বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ। দেড় বছরে ওই কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৪২ শতাংশ কাজ করে ঠিকাদারের লোকজন চলে যায়। কাজ দ্রুত সম্পন্ন করতে গোবিন্দগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আবাসিক প্রকৌশলী ঠিকাদারকে একাধিকবার তাগাদা দিয়েছেন। তাতেও কোনো অগ্রগতি হচ্ছে না। এতে পৌরবাসী চরম দুর্ভোগে রয়েছেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।