বিডি ঢাকা ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটের উত্তর পাশে অবস্থিত এনবিএম ব্রিক ফিল্ডে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
কৃষি জমির মাটি কেটে এনে ইটভাটায় স্তূপ করা এবং তা দিয়ে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এনবিএম ব্রিক ফিল্ডের ম্যানেজার শাহজাহানকে (৩৭) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীসহ আনসার ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।