সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে ১১টি গাঁজা গাছসহ মো. আজিবর গাজী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ এপ্রিল) শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রমজান নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আজিবর ওই গ্রামের মৃত দুল্লাব গাজীর ছেলে।ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজিবরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১১টি গাঁজা গাছ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, মঙ্গলবার আজিবরের নামে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।