শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বরাবরই লক্ষ করা যায়। মূলত শীতকাল ও ছুটির দিনে এখানে পর্যটকদের উপস্থিতি অনেকটাই বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ জানুয়ারি) কুয়াকাটার সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুয়াকাটায় পর্যটকদের ভিড়ে খুশি স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পোশাকে ও সাদা পোশাকে লক্ষ করা গেছে টুরিস্ট পুলিশের কঠোর নিরাপত্তা।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন চলছে। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিনোদনের বিশেষ আয়োজন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াকাটার শুঁটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে পর্যটকদের আনাগোনা চোখে পরার মতো।

আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন, লাল কাঁকড়ার চর, শুঁটকি পল্লী, সোনাকাটা ফকিরহাট এবং সমুদ্রের মাঝখানে জেগে ওঠা অতিথি পাখি ও লাল কাঁকড়া সমহর বিশিষ্ট চর বিজয় ভ্রমণ পিপাসু পর্যটকের উপস্থিতি লক্ষ্য করে গেছে।

ঢাকা থেকে আগত পর্যটক জুবায়ের আহমেদ বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা চলছে, এই মেলার পরিবেশ বেশ ভালোই লাগছে। সার্কাসসহ বাচ্চাদের অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে কুয়াকাটা খুবই ভালো লেগেছে।

আয়োজক কমিটির পরিচালক কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য মাসব্যাপী আমরা পর্যটন মেলার আয়োজন করেছি। এখানে বাচ্চাদের নিয়ে ভালো একটি সময় পার করতে পারবে এবং বড়দের জন্য সার্কাসসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রাখাইনদের বিভিন্ন ঐতিহ্য এখানে প্রদর্শনী হচ্ছে। যা উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। এ ছাড়া সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সব বিষয়ে সচেতন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com