সাভার সংবাদদাতা : সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে দিয়েছেন স্ত্রী। এ অবস্থায় ১০ দিন তাকে ঘরেই রাখেন স্ত্রী। অবশেষে স্বামীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেন স্ত্রী।
ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩০) ফরিদপুরের বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজিআই পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন।