সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

সিংগাইরে অবৈধ ৮ ইটভাটাকে অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

মানিকগঞ্জের সিংগাইরে ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপি মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-১ কে ২ লাখ, একই এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-২ কে ২ লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লাখ, মেসার্স আলী আকবর-৬ কে ১ লাখ, মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ প্রত্যেককে ২ লাখ, একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার মেসার্স সফুর ব্রিকস ও মেসার্স রাকমান ব্রিকস প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৮ টি অবৈধ ইটভাটাকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়েছে।

এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম। এ সময় র‌্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com