বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সোমবার ২৪ অক্টোবর সন্ধায়, পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে চককীত্তি ইউনিয়নের তৃনমূল নেতা কর্মীদের নিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যে মাটি মানুষের নেতা, বিদ্যূৎ আন্দোলনের লড়াকু সাহসী পরিক্ষিত নেতা, জনগণের বন্ধু, সাবেক এম পি গোলাম রাব্বানী বলেন, দেশে সুশিক্ষা বিস্তারের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করে দিয়েছেন বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়ি নয়। নিজের উপার্জিত অর্থ দিয়ে তিনি পদ্মা সেতু নির্মাণ করে প্রমান করে দিয়েছেন এ দেশের উন্নয়ন আজ দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা বলে শেষ করা যাবে না। দ্বাদশ সংসদ নির্বাচনে সকল কে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
তিনি বলেন নির্বাচিত হওয়ার পর উন্নয়নের শপথ নিয়ে তা বাস্তবায়ন করে ছিলাম। । উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে সাবেক এমপি গোলাম রাব্বানী লাখো মানুষের স্বপ্নের তর্ত্তিপুর ব্রীজ নির্মাণ। আমি গোলাম রাব্বানীর প্রচেষ্টায় ২০ কোটি টাকা ব্যয়ে দুই লাইন বিশিষ্ট অত্যাধুনিক ব্রীজ সম্পন্ন করা সম্ভব হয়েছ।
১২ রশিয়া হতে উজিরপুর বাঁধের উপর চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সড়ক নির্মান কাজ শেষ হয়েছে। কানসাট হতে চৌডালা পর্যন্ত দুই লাইনের সড়ক প্রসস্থ করণ, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ,বয়েজ কলেজ, সোনামসজিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ, রানিহাটি ডিগ্রী কলেজে প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে আধুনিক চার তলা একাডেমিক ভবন নির্মান কাজ উন্নয়নের জ্বলন্ত স্বাক্ষর বহন করছে। এছাড়াও কানসাট সোলেমান ডিগ্রী কলেজ, চাতরা ইসলামী কালচারাল ইনস্টিটিউট, পিয়ালীমারী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা চত্তরে ৩ কোটি টাকা ব্যয়ে চার তলা নতুন প্রশাসনিক ভবন নিমার্ণ করা হয়।
সোনামসজিদ স্থল বন্দরে পানামার পাশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়ক নির্মান করা হয়েছে। উপজেলাতে এই প্রথম ২৪০টি গৃহহীন পরিবার কে ঘর বানিয়ে দেয়া হয়।
বাংলাদেশের মধ্যে ১১টি প্রকল্পের আওতায় জেলার শিবগঞ্জের রানিহাটিতে ৩৪ বিঘা খাস জমির উপর মডেল গুচ্ছগ্রাম তৈরির কাজ বাস্তবায়ন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝুকিপূর্ণ বিভিন্নস্থানে স্থায়ীভাবে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়ক নির্মান কাজ রয়েছে। পৌর এলাকার পাইলিং মোড় হয়ে রসুলপুর মোড় পর্যন্ত রাস্তা প্রসস্থ করে দুই লাইনের সড়ক নির্মাণ করা হয়।
প্রায় ১০ বছর ধরে চলাচলের অনুপোযোগী ইসরাইল মোড় হয়ে ধাইনগর পর্যন্ত রাস্তা মেরামত, পাঁকা ইউনিয়নের বোগলা উড়িতে বণ্যাদূর্গতদের জন্য নিমার্ণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প।
গ্রামীন অবকাঠামো উন্নয়নে শিবগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এইচ বিবি রাস্তা নির্মাণ, উপজেলাকে আলোকিত করে গোড়ে তোলার লক্ষে সোলার সিস্টেমের সড়ক বাতি স্থাপন, বিদ্যুৎবিহীন ও চরাঞ্চলের মানুষের জন্য বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে সাবেক এমপি গোলাম রাব্বানীর প্রচেষ্টায় ও সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে বিনামূল্যে উন্নত সোলার সিস্টেমের মাধ্যমে আলোকিত করা হয় প্রায় ২ হাজার পরিবারকে।
দীর্ঘদিন বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে চিকিৎসা সেবা নিশ্চিতসহ বিনামূল্যে ৩১ প্রকারের ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উপজেলাসহ গ্রাম পর্যায়ে বিভিন্ন সড়কে ২২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১৬১টি ব্রীজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া ৭০ কোটি টাকা ব্যয়ে ১৮০ কিলোমিটার নতুন রাস্তা পাকা করণের কাজ করা হয়।
শিবগঞ্জের যুব সমাজের উন্নয়নে ২ হাজার ৪১৫ জন নারী-পুরুষ কে প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করার মাধ্যমে তাঁদের সংসারে দুঃখ দুর্দশা দুর হয়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাঁদের প্রদান করা হয় ১ কোটি ২০ লাখ টাকা।
অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য ৩৮৮ অসহায় পরিবার কে ঢেউটিন ও আর্থিক সহযোগিকা প্রদান করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা,বয়স্কভাতা,বিধবাভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,নদী ভাঙন কবলিতদের ভাতা প্রদান,বিশেষ অনুদান,ক্যাপিটেশন গ্র্যান্টসহ মোট ৩২ হাজার ৭১জনকে উপরোক্ত বিভিন্ন ভাতার অর্ন্তভূক্ত করা হয়।
এ ছাড়া কানসাটে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বাক্ষি হিসাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ, উপজেলার এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি।
তিনি উন্নয়ন অব্যাহত রাখতে উপজেলা বাসীর সহযোগিতা কামনা করে বলেন,বিশাল একটি উপজেলাকে আধুনিক করে গড়ে তুলতে ৫ বছরে সম্ভব নয়। তার পরেও চেষ্টা অব্যাহত রয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনায়ন দিলে নির্বাচনে
জয়লাভ হলে, একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।