বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কানসাট বাজার আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে কানসাট গোপালনগর মোড়ে সোনালী এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। প্রধান আলোচন ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
সোনালী ব্যাংক সোনামসজিদ শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান উদ্বোধক ছিলেন, সোনালী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান। ইউনিট এজেন্ট স্বত্ত্বাধীকারী মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মাহফুজ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আব্দুল মজিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল হাসান মুরাদ, শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ পিয়ারুল ইসলাম প্রমূখ।