রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর মুন্সিডাঙ্গায় এসজিসি রাজশাহী শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় নিয়ে আসতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে। এজন্য এক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যারা এসব শিশুদের নিয়ে কাজ করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরী ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ হাসিনুল ইসলাম চুন্নু। বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাজশাহী জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আসফাকুল কবীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিশুরা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।