রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে চলবে নৌযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২২৪ বার পঠিত
স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে চলবে নৌযান
ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে বুধবার থেকে চলাচল করবে নৌযান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তরকর্তৃক প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বাড়া সংক্রান্ত  বিআইডব্লিউটিএ’র ০১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।

জাহাঙ্গীর আলম খান আরও জানান, অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটি’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ ১১ আগস্ট পুনরায় কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com