শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা তানোরে বিনামুল্য ছাগল বিতরণ রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব: আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার ফুলছড়িতে গাইনি চিকিৎসক না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে ৬ ঘণ্টা ধরে তীব্র যানজট সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটারজুড়ে এখনো যানজট রু থেকে মানুষে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, পরিস্থিতি কেমন ও ঝুঁকি কতটা এখন ঘরে বসেই জনগণ ভূমি সেবা পাচ্ছে : জেলা প্রশাসক

স্বাস্থ্য অধিকার ফোরামের অংশীজন সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ, কনসালটেন্ট (অর্থপেডিকস) ইসমাইল হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
শুরুতেই হাসপাতালটির সেবাগ্রহীতা তাহের হোসেন, দীপক রবি দাস, শ্রীমতি কল্পনা স্বাস্ব্যসেবার মান, পরিবেশ এবং সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়া জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য শ্রীমতি বিপাশা রবিদাস তার পর্যবেক্ষণ তুলে ধরেন।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, হাসপাতালের সেবা নিশ্চিত করতে সকলেই কাজ করছে। এরই মধ্যে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারছি। আরো যেসব সমস্যা আছে সেগুলো দূর করার চেষ্টা চলছে।
সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল ওয়াহেদ, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, সদস্য মাহবুবুল আলম, আব্দুর রহিম ও মোস্তাক হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার ইমরুল সিফাত, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com