বিডি ঢাকা অনলাইন ডেস্ক
‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’Ñ এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। এ দুটি ফোরামের কর্মপরিকল্পনা সভা বুধবার বিকেলে প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। এসময় তিনি যুব ফোরামের সদস্যদের উদ্দেশ্যে বলেন, যে কোনো কাজ শুরুর আগে পরিকল্পনা করা দরকার। এখন আপনাদের যে কাজ করার আগ্রহ ও কর্মউদ্দীপনা, সেটাকে কাজে লাগানোর প্রয়াসে আজকের এই কর্মপরিকল্পনা। তিনি বলেন- পড়াশোনার বাইরে মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে হলে নিজেদেরকে আগামীর জন্য তৈরি করতে হবে। আগামীতে এই ফোরামে কি কি কাজ করা হবে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাবো।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার। স্বাগত বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, প্রয়াসের সহকারী ব্যবস্থাপক সেলিম রেজা, অফিসার শাহরিয়ার শিমুলসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যবৃন্দ।
এর আগে সকালে জেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শহীদুল ইসলামের সাথে মতবিনিময় করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা।
স্বাস্থ্য অধিকার ফোরাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, সহসভাপতি গৌরী চন্দ সিতু ও বাবর আলী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, প্রয়াসের সহকারী ব্যবস্থাপক সেলিম রেজা, অফিসার শাহরিয়ার শিমুল।
পরে উপপরিচালকের হাতে বাংলাদেশ হেলথ ওয়াচের প্রকাশনা এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মসূচি সম্পর্কিত লিফলেট ও মগ তুলে দেয়া হয়।