বিডি ঢাকা অনলাইন ডেস্ক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঘাসিয়ার চরে ‘দুই জলদস্যু বাহিনীর’ মধ্যে গোলাগুলির পর তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল ঘাসিয়ার চর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান।
নিহত ‘ফখরুল বাহিনীর সদস্য’ মো. কবির, মো. শাহরাজ ও নবীর উদ্দীন ওরফে নূরনবীর বাড়ি ঘাসিয়ার চরে বলে ওসি জানান।
ওসি আমির হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত ‘জলদস্যু ফোকরান’ ও ‘ফখরুল বাহিনীর’ মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হয়; রাতে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল জানান, দীর্ঘদিন ধরে ঘাসিয়ার চরে আধিপত্য বিস্তার করে আসছে ‘জলদস্যু খোকনের’ বাহিনী। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন খোকন। তখন চরের নিয়ন্ত্রণ চলে যায় আরেক ‘জলদস্যু ফখরুল ইসলামের’ হাতে।
শফিউল বলেন, সম্প্রতি খোকন জামিনে বেরিয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ নিতে চাইলে ফখরুলের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়।
“ওই বিরোধের জেরে ভোররাতের দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফখরুল বাহিনীর তিন সদস্য নিহত হন। আরও কয়েকজন আহত হন।”
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
শফিউল আরও জানান, খবর পেয়ে কোস্ট গার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে খোকন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুটি গুলিসহ বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র ও রড উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাতিয়া থানায় হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চরছে বলে জানান ওসি।