রাজশাহীতে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকগণের হাতে তুলে দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি।
উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে, ৩টি ভিভো-ব্র্যান্ডের, ৩টি অপ্পো, ৭টি স্যামসাং, ১টি ওয়ানপ্লাস, ১০টি শাওমি, ৫টি রিয়েলমি, ২টি ইনফিনিক্স, ২টি ওয়ালটন, ২টি টেকনো ও ১ টিসিম্ফনি ব্র্যান্ডের।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৩৬ জন ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন।
এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেন।
পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, উদ্ধারকৃত ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভ‚য়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।