বিডি ঢাকা ডেস্ক
হালুয়াঘাটে দক্ষিণাংশে হু-হু করে বাড়ছে বন্যার পানি। কংশ নদীর পানি উপচে ইতোমধ্য ধুরাইল,আমতৈল,স্বদেশী,শাকুয়াই ও কৈচাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
রবিবার তাদেরকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মেজর কাওসার মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর ৫টি টিম নড়াইল ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উদ্ধার অভিযান চালাচ্ছে।
কৈচাপুর ইউনিয়নের বড়খালেরপাড়,যোকাবিলেরকান্দা,নগরিয়াকান্দা,গাঙ্গিনারপাড়,গুনিয়ারীকান্দা ও ধারা ইউনিয়নের মুকিমপুর গ্রামসহ আশপাশ এলাকা থেকে ইতোমধ্যে নারী,শিশু,বৃদ্ধসহ শতাধিক মানুষকে উদ্ধার করেছেন। সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান রয়েছে।