অনলাইন নিউজ : প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়দানকারী শেখর চন্দ্র মিস্ত্রীর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ প্রদান করেন।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাদিকুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডেরর আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ প্রদান করেন।
গত ২৬ জানুয়ারি তেজগাঁও থানার নাজনীনবাগ এলাকা থেকে শেখর চন্দ্রকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চাকরি প্রার্থীর সিভি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বদলির আবেদন, সরকারি স্কুল-কলেজের ভর্তির আবেদন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, মোবাইল নম্বর, একাধিক সিল, ছয়টি মোবাইল ফোন, চারটি ডেবিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়।
উল্লেখ্য,গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয়ে চন্দ্র শেখর মিস্ত্রী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে নিজের ভাগ্নেকে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন। এ ঘটনায় কলেজের জনসংযোগ কর্মকর্তা আমীমুল ইহসান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এ জাতীয় আরো খবর..