নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এই সব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বর-কনের বাবা-মা ও নিকাহ রেজিস্টারসহ সর্বমোট ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। বাল্যবিবাহ প্রদান বা উৎসাহিত করা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেও জানান তিনি। এদিকে সোমবার রাত, ১০ টার দিকে জেলা প্রশাসন সূত্রে ৯ জনকে জেল জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদককে। -কপোত নবী।