বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ১০ জন মহিলা কর্মীর মধ্যে একটি করে সেলাইমেশিন বিতরণ করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থী যুব মহিলাদের মধ্যে মেশিনগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিনগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।