অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকারসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলাশহরের শহীদ সাটু হল মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
সংগঠনটির সভাপতি আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহসভাপতি হাসেম আলী, মজিবুর রহমান ভিকু। এসময় উপস্থিত ছিলেন- বারঘরিয়া আঞ্চলিক শাখার সভাপতি চাঁদ বিশ্বাস ও সম্পাদক ওয়াসিম আলী, রানীহাটি আঞ্চলিক শাখার সভাপতি শামসুল হক, সম্পাদক আব্দুল মালেক ও অর্থ সম্পাদক সেলিম রেজা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ২০০৮ সালে আমার প্রথম নির্বাচনে এই ইমারত নির্মাণ শ্রমিক ভাইয়েরাই আমাকে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, যদি সদর উপজেলার সকল নির্মাণ শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে মিডিয়ার মাধ্যমে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের দাবি পৌঁছে দিতে পারি তাহলে একটা সমাধানের পথ তৈরি হবে। এসময় তিনি নির্মাণ শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকসহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।