বিডি ঢাকা ডেস্ক
১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এ, কে, এম শাহাব উদ্দীন।
এসময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে হবে। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ সারাদেশের ন্যায় এ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভা এলাকায় শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ১২০৪ টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কাজে নিয়োজিত থাকবে ৩ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবী। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট, সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জের মো. এহেতেশামুল হকসহ সাংবাদিকবৃন্দ।