অনলাইন নিউজ : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে। আগের দিন মারা গেছে ৮০ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
করোনা নিয়ন্ত্রণে দেশে টিকা কর্মসূচি চালু রয়েছে।
এদিকে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজ। এর মধ্যে দেশবাসীকে দেওয়া হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯০ ডোজ টিকা । অর্থাৎ এ মুহূর্তে মজুত আছে ৬৬ লাখ ৪৯ হাজার ৫৯০ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৬৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৬ লাখ ৩৯ হাজার ৭৯৩ জন। এগুলো অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
শনিবার বিকেল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫৮২ জন।