বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিস্তারিত আলোচনার পর দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।