বিডি ঢাকা অনলাইন ডেস্ক
২৫ মার্চ গণহত্যা দবিস পালন উপলক্ষে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের স্মতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান। এসময় শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় ছাত্রীরা অংশগ্রহণ করেন।
জাতির এই দুই সূর্যসন্তান ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের ভয়ালচিত্র তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।