বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বহুল প্রচারিত চাঁপাই নবাবগঞ্জ জেলার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ভোলাহাট সংবাদ ৪র্থ বছর পূর্তি পেরিয়ে ৫ম বছরে পদার্পণ উপলক্ষ্যে ভোলাহাট সংবাদ অফিস চত্বরে পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবিরের
সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট সংবাদের উপদেষ্টা ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোসাঃ
মানসুরা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্যুরো প্রধান মেরাজুল ইসলাম, শিবগঞ্জ ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম খোকন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তাজামুল হক আরাফাতসহ অন্যরা।
বক্তারা বলেন, ভোলাহাট সংবাদ দেখতে দেখতে ৪র্থ বছর পূর্ণ করে ৫-বছরে পদার্পণ করলো। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এই পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করছে। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। ভোলাহাট সংবাদ অল্প সময়ের মধ্যে গণমানুষের মুক্তির কথা ও বস্তনিষ্ঠ সংবাদ তুলে ধরে বেশ প্রশংসা কুড়িয়েছে। এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় ভোলাহাট সংবাদের স্টাফ রিপোর্টার ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা এবং ভোলাহাট প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।