আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসন মানিক মিয়া হলে, সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, ‘৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫’ অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৭ এপ্রিল, ২০২৫, ফ্লোরিডার ট্যাম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে।
এই গ্লোবাল ইভেন্টের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক সংস্কৃতির আদান-প্রদান, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে সহজতর ও সমৃদ্ধ করা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন। ইভেন্টটি সংগঠিত করছে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি, যা প্রবাসী বাংলাদেশি এবং বৈশ্বিক কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি এর আগে চারটি সফল ইভেন্ট আয়োজন করেছে। এবারের ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার স্টেট রিপ্রেজেনটেটিভ সুসান এল ভালডাস এবং বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন স্টেট রিপ্রেজেনটেটিভ ডেইজি মোরাল। ইভেন্টে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
বাংলাদেশ থেকে এফবিসিসিআই একটি প্রতিনিধি দল হিসেবে অংশ নেবে এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরবে। একইসঙ্গে বাংলাদেশ কনসোলেট জেনারেল অব মিয়ামি ইভেন্টে ভিসা ও ভিসা-সংক্রান্ত সেবা প্রদান করবে।
ইভেন্টে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বিশেষ আকর্ষণ। এবারের এম্বাসেডর হিসেবে থাকছেন মোজেজা আশরাফ মোনালিসা। বিশেষ অতিথি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন প্রতিক হাসান, রেশমি মির্জা, শারমিন সিরাজসহ আরও অনেকেই।
এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য দৃষ্টিনন্দন ডিনার ক্রুজের আয়োজন করা হয়েছে। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি ও বায়ান্ন টিভি, এবং ট্যুর পার্টনার হিসেবে থাকবে হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. মোক্তার আহমেদ (জয়েন্ট কনভেনার), আতিকুর রহমান (ডিরেক্টর, এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি), আমিনুল ইসলাম চৌধুরী (এমডি, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), নাজমা মোস্তফা (ভাইস চেয়ারম্যান, হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড), এবং সাউদুল করিম পিএইচএফসহ অনেকে।
আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি, ব্যবসা এবং ভ্রমণ-বাণিজ্যে নতুন দ্বার উন্মোচনের জন্য আয়োজকরা সকলকে ইভেন্টে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।