বিডি ঢাকা অনলাইন ডেস্ক
জনস্বার্থে ৫ দফা দাবী বাস্তবায়নে জেলা জাসদের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এই সভা হয়। জেলা জাসদের সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে ছিলেন, সমাজ সেবক সফিকুল ইসলাম ভোতা, আলহাজ¦ সামসুল হক, আব্দুল হান্নান মাস্টার, অব. সরকারী কলেজ শিক্ষক মোঃ শাহ আলম, এ্যাড. এবিএম সাইদুল ইসলাম, এ্যাড. আব্দুস সামাদ বকুল। জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় জেলার মানুষের সমস্যা সমাধানে ৫ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, এ্যাড. আবু হাসিব, অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলামসহ অন্যরা। সভায় জেলার বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের চিকিৎসা, রেল যোগাযোগ, পূর্ণাঙ্গ সোনামসজিদ স্থলবন্দর, বিশ^বিদ্যালয় ও অর্থনৈতিক জোন গড়ে তোলার দাবী তোলা হয়।