বিডি ঢাকা ডেস্ক
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করায় ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনাটি ঘটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে, যা বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিরা প্রথমে আসন গ্রহণ করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। সমাবেশ ও কুচকাওয়াজের পর বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয় এবং অতিথির বক্তব্যের পর্ব শুরু হয়।
নিজের বক্তব্যে সিভিল সার্জন জিল্লুর রহমান বলেন, “১৯৭১ সালের আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, তার এখনও অপূর্ণতা রয়ে গেছে। যার কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব। যে দুই কারণে ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪ এ যুদ্ধ হয়েছে। বার বার যুদ্ধ করেছি।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একযোগে প্রতিবাদ জানান এবং দৃঢ়ভাবে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে ২০২৪ সালের আন্দোলনের তুলনা করা যায় না।”
তারা সিভিল সার্জনকে তার বক্তব্য প্রত্যাহার করে ডায়াস থেকে নেমে যেতে বলেন। এরপর সিভিল সার্জন ভুলের জন্য ক্ষমা চেয়ে সবার সামনে ডায়াস থেকে নেমে আসেন।
এরপর একজন বীর মুক্তিযোদ্ধা সকলের কাছে দুঃখ প্রকাশ করে শান্ত থাকতে অনুরোধ করেন, এবং অনুষ্ঠানে পুনরায় আলোচনার সূচনা হয়।