বিডি ঢাকা অনলাইন ডেস্ক
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনসহ ৭দফা দাবি ও গত সংসদ নির্বাচনী ইশতেহারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে শনিবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে তারা অবস্থান নেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক
দিলীপ রায়ের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার
ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কর্মকার, নাচোল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহাদেব মাহাতো প্রমুখ।