বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা মানববন্ধন করেছেন।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, রুমাল কোল, প্রদীপ হেমব্রম, রঞ্জনা বর্মণ, সন্তোষ টুডুসহ অন্যরা।
এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বসবাস করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, আদিবাসীদের জমি, ভূমি, জলাধার ও সমাধিস্থান রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণসহ ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে স্মরণাতীতকাল হতে বসবাস করা আদিবাসীরা দেশের সর্বাধিক পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের মধ্যে অন্যতম। উপনিবেশিক আমল থেকে এদেশের আদিবাসীরা আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রান্তিকীকরণসহ বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। প্রতিনিয়ত এদেশের আদিবাসীদের ভূমি, সংস্কৃতি, ভাষা, পেশা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রথাগত অধিকার, সামাজিক, সাংগঠনিক ও ব্যক্তি স্বাধীনতাকে কেন্দ্র করে বৈষম্য ও সহিংসতার শিকার হতে হয়। যদিও এদেশের মহান সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। আরো বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ২০১২ সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন নীতিমালা গ্রহণ করা হলেও চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীদের উন্নয়নের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।