অলিউল হক ডলার, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান জানান,এবছর নাচোল উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসিতে ১৫৮৮ জন, দাখিলে ২৯৩ জন এবং এসএসসি ভোকেশনাল ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিনে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত, পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১১৫ জনের মধ্যে ১ জন, নেজামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৬৮ জন উপস্থিত, বেগমমহসিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২৭৮ জনের মধ্যে ১৮ জন অনুপস্থিত এবং মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল এসএসসি ১১৭ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলো। শিক্ষা অফিসার আরো জানান পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে স্বস্ব প্রতিষ্ঠান প্রধানকে কারন দর্শানোর জন্য বলা হবে।