বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে শ্রী মিলন সিংহ (৪২)।
৭টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ আটকের মামলায় আদালত এ রায় দেন। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আঞ্জুমান আরা বেগম। তিনি জানান, অস্ত্র মামলায় আদালত রায় দিলেও ভারতীয় নাগরিক মিলন সিংহের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলাটি এখনও চলমান রয়েছে।
এপিপি ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ জানুয়ারী বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাপিড়াটোলা গ্রামে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ মিলন সিংহকে আটক করে র্যাব। এসময় ভারতীয় নাগরিক মিলন সিংহের কাছ থেকে ৭টি বিদেশি পিস্তল, ৪৭ রাউন্ড গুলি ও ১৪টি ম্যাগজিন জব্দ করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
এ জাতীয় আরো খবর..