চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সংবাদদাতা : আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৫ নং চককীর্তি ইউনিয়নের ডুবলি ভান্ডার (চেরাকি পাড়া),মকিমপুর গাইডহরা ও চাঁপাপুকুরে ঈদ সামগ্রী বিতরণ করেন। চককীর্তি ইউনিয়নের গরীব, দুঃখী, অসহায় মানুষের বন্ধু, অত্র ইউনিয়নের জনগণের সেবক, জননেতা মোঃ আনোয়ার হাসান (আনু মিঞা)।