বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল নির্মলতার প্রতিক,দুরান্ত প্রাণবন্ত নির্ভীক”। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে পৌরসভার হলরুমে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কেক কাটেন
পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান। জন্মদিনের আলোচনা সভায় শেখ রাসেলের স্মতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্যানেল মেয়র-১ সালেহ উদ্দীন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া,সচিব মামুনুর রশিদ সহ আরও
অনেকে। প্রধান অতিথি শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্ন স্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল
। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। আলোচনা শেষে শেখ রাসেলের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় ।দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অসহায় শিশু পরিবারের সদস্যদের কে ভাল খাবারের ব্যবস্থা করেন এবং তাদের কে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।