চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকার গার্মেন্টসকর্মী এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় চট্টগ্রামে বাসের চালক ও হেলপারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এরা হলেন- আল আমিন, হেলপার শাহাদাত হোসেন মামুন, বাস চালক ইসমাইল, বেলাল, রায়হান ওরফে রানা ও সাত্তার।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকার গার্মেন্টসকর্মী এক তরুণীকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মিরসরাই ও সীতাকুণ্ডের পৃথক তিনটি জায়গায় দল বেঁধে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার রাতে ওই তরুণী মিরসরাই থানায় একটি ধর্ষণ মামলা করেন।
তিনি বলেন, ওই বাসের হেলপার শাহাদাত হোসেন মামুনের সাথে ওই তরুণীর পূর্ব পরিচয় ছিল। তার সূত্র ধরে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে মিরসরাই নিয়ে যায়। বুধবার রাতে বাসে থাকা অবস্থায় সীতাকুণ্ড এলাকায় নিয়ে চালকসহ হেলপার মামুন ওই তরুণীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
মিরসরাই থানার ওসি আরও বলেন, ‘এক দালালের মাধ্যমে ব্ল্যাকমেইল করে ওই তরুণীকে মিরসরাই নিয়ে যাওয়া হয় এবং সায়েরখালী বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে পুনরায় আরও কয়েকজন ধর্ষণ করে। এছাড়া সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লী এলাকার আশেপাশে নিয়েও তাকে ধর্ষণ করা হয়েছে বলে আমাদের জানিয়েছে।’
ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
ওই তরুণীকে ধর্ষণে অভিযুক্ত নয়জনের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।