মো মিজানুর রহমান শিবগঞ্জ প্রতিনিধি : ২০২০-২১ অর্থবছরের খরিফ-২ মৌসুমে উফসী ও হাইব্রিড আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে উফসী আমন ও ২০ জন কৃষকের মাঝে হাইব্রিড সার-বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে হাইব্রিড ২ কেজি বীজ, ২০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া উফসী ৫ কেজি বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।