অনলাইন নিউজ : একদিকে সারা দেশে চলছে সরকারঘোষিত কঠোর লকডাউন, অন্যদিকে হু হু করে বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। সাধারণ মানুষ আক্রান্তের সংখ্যা জানতে আগ্রহী হলেও তাদের মাঝে সচেতনতার অভাব রয়েছে।
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিন আজ (মঙ্গলবার)। লকডাউন বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশেই কাজ করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত পাঁচ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু রাজধানীতেই গ্রেফতার হয়েছেন ২৬১৮ জন, ট্রাফিক বিভাগের অভিযানে ২ হাজার ৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই গাড়ির মামলা থেকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।