চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ১৪৯ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ অধ্যক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে আবেদন ফরম নির্ধারিত সময়ে অনলাইনে পোস্টিং না করায় তারা বঞ্চিত হয়েছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন নাচোল সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শফিকুল আলম। জানা গেছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নাচোল সরকারি কলেজে ১৪৯ শিক্ষার্থীর জন্য ১১ লাখ ৯২ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি বরাদ্দ আসে। বৃত্তি পেতে অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই অধ্যক্ষের কাছে ফরমগুলো জমা দেয় ১৪৯ শিক্ষার্থী। কিন্তু অধ্যক্ষের দায়িত্ব-অবহেলায় সঠিক সময়ে তথ্যগুলো এন্ট্রি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ না করায় উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে ওই ১৪৯ শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, উপবৃত্তির টাকা পেতে অনলাইনে ফরম পূরণ করে অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। কিন্তু অধ্যক্ষের অবহেলার কারণে উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে তারা। এদিকে কয়েকজন অভিভাবক জানান, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। কিন্তু অধ্যক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতায় ১৪৯ দরিদ্র শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। পুনরায় উপবৃত্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান অভিভাবকরা। এ বিষয়ে নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সামাদ আজাদ জানান, একদিকে লকডাউন, অন্যদিকে বিদ্যুৎ ও ইন্টারনেটের বিঘœ। ফলে এইচএসপি এমআইএসএসে তথ্য এন্ট্রি করা সম্ভব হয়নি। গত ২৮ এপ্রিল সময়সীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক বরাবর আবেদন করা হয়েছে। আশা করছি, অনুমতি পেলেই তথ্য এন্ট্রি করলে শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে যাবে।